জানি না কত ভাগ্যগুণে এ ধরাধামে
চৈত্রের আঁধারে ঢাকা ঝড়ের রাতে জন্মি,
বিধাতার অশেষ কৃপায় ঝলমল করেছিল আঁখি
ক্রন্দন বিহীন হাসি মুখে- দু'চোখ তুলে
এই পৃথিবীর আলো দেখি।


আমার কোমল কপোলে বৈদ্যের করাঘাতে
জোরে জোরে কেঁদেছিলাম এই পৃথিবীতে,
তোমরা তখন সবে হেসেছিলে হরষে-
সেদিন প্রথম কেঁদেছিলাম এই পৃথিবীতে এসে।


আজো বেঁচে আছি এ সুন্দর ভূবনে
তোমাদের স্নেহ মায়া ভালবাসার বন্ধনে,
তোমাদের কাছে শুধু চাই আশির্বাদ
আমার চলার পথে চিরকাল পাথেয় হিসেবে।


উৎসর্গ: আমার পিতামাতা
রচনাকাল : ৩ এপ্রিল, ২০১৮