যত অভিশাপ প্রিয় দিও মোরে
বরষা বর্ষণসম নিতুই আমারে,
যদি ঘৃণা আসে আমার প্রতি-
তব বদন আশ্রাব দিও আমারে।


তব অভিশাপে দণ্ডিত হতে চাই
নরকের রাজ দরবার যমালয়ে;
যমালয়ে হতে চাই অনন্তযুগের
সাজাপ্রাপ্ত সশ্রম এক কারাবন্দী।


আমি যে পাপের ভারে ক্লান্ত পথিক
পুণ্যহীন শূণ্য জীবন পাপে পরিপূর্ণ,
রাত্রি নামে কখন হঠাৎ জানি না যে
জানি না যে কখন হবে সূর্য উদয়!


কত যে পাপী আমি না চিনি কভু,
আজ স্বীয় পাপের ভারে নতজানু;
রাতের অভিশাপে তারা খসে পরে
যেন শীতে বৃক্ষরাজির পাতা ঝরে!


আমার যত অপরাধ ক্ষয় হবে না
আমার শত জনমে অর্জিত পুণ্যে,
আমার পাপের ভাড় পরিপূর্ণ পাপে
তুমি দাও, দাও অভিশাপ মোরে।


রচনাকাল : ১৮ই ফেব্রুয়ারি,  ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : ফতুল্লা, নারায়ণগঞ্জ