ধর্মের আফিম খেয়ে বকধার্মিক বেসামাল,
নেশার ঘোরে মাথা ঘুরে-
হয়েছে বিভোর মাতাল;
দিক বিদিক নেই যে ঠিক, সবি যেন ঘুরে!
আফিম নেশায় বকধার্মিক ঈশ্বরের নামে ছুটে।


ধর্ম শব্দের মানেটা কি বকধার্মিকের অজানা;
আফিম নেশায় বকধার্মিক বিধর্মী হত্যায় মেতে-
মহাধ্বংস স্তুপে মানবসভ্যতা কলঙ্ক স্রোতে ভাসে,
আফিম নেশায় বকধার্মিক ঈশ্বরের নামে ছুটে।


বকধার্মিকের কবল হতে কবে মুক্তি পাবে
বিশ্ব মানবসভ্যতা?
যেদিন বকধার্মিকের কবল হতে মুক্তি পাবে সভ্যতা,
সেদিন সভ্যতার জয়গানে ধ্বনিত হবে
পৃথিবীর দশদিক,
শান্তির বার্তা নিয়ে মহাকাশের কোণে কোণে
উড়বে শান্তির সাদা পায়রা।


রচনাকাল : ১১ নভেম্বর, ২০১৭