তুমি বন্ধু আমার প্রবাহমান নদী
আমি নদীর অথৈ স্রোতধারা,
সুখে দুঃখে বন্ধুত্বের অটুট বন্ধনে-
সুখে দুঃখের ভেলায় এক সাথে যেন ভাসা।


হে বন্ধু, তুমি আমি যেন এক পৃথিবী-
হাসি আর দুষ্টমিতে তুমি আমি একাকার,
রাগে-অভিমানে দু’জনার আড়ি-
তবু পথ চলা দু’জনার এক সাথে বার বার।


বন্ধু তুমি অশ্রুঝরা বেদনার দিনে
ব্যথিত হৃদয়ে দাও অশেষ সান্ত্বনা,
দিশেহারা অবুঝ আবেগময়ী
হৃদয়ের তুমি ভরসা- তুমি দিশা।


তুমি বন্ধু পাশে থাকলে- হাজার রাতের
আঁধার কেটে আসবে সোনালী সকাল,
তুমি বন্ধু, তুমি বন্ধু আমার;
তোমার আমার বন্ধুত্বের বন্ধন-
অটুট থাকুক অনন্তকাল।


রচনাকালঃ ১লা আগস্ট/২০১৭ খ্রিঃ
উৎসর্গঃ সকল প্রিয়বন্ধুবর