দেবী নেমে এলেন স্বর্গ হতে মর্ত্যে
ভক্তের কাছে পেতে অর্চনা
আর শুনতে তার মহিমা,
ধর্মাঙ্গণে তার ব্রতে ভক্তগণ
আজ অতি চঞ্চল চপলা।


চারদিকে দেবীর ব্রতের-
পরে গেছে হৈ হৈ রব,
আলোর ছটায় চারদিক ঝলমলে
ভক্তে ভক্তারণ্য, নেই ফাঁকা পথ।


তবু, দেবীর আশীষময়ী মুখখানা
আজ যেন বিবর্ণের ঘনঘটা,
হাসি টুকু যেন তার নেই জানা;
রাগে রুষ্টে দেবী যেন অগ্নিজ্বালা
থর থর কাঁপে দেবীর আপাদ-মস্তক,
মহাধ্বংসাত্মক যেন তার চেহারা!


দেবী বলে, একি দেখি ধর্মাঙ্গণে?
এখানে তো আমার নেই কোন বন্দনা,
নেই কোন মহিমা প্রচার!
আমি কোন্ জ্ঞানে দেবো তোদের আশির্বাদ!


সারাক্ষণ তোরা মত্ত মদ্য পানাহারে,
ডিজে গানে-নাচের তালে-
চলে তোদের যৌনতার বাহার!
আমি কোন্ জ্ঞানে দেবো তোদের আশির্বাদ!


রচনাকাল ঃ ২৩ শে অক্টোবর, ২০১৭ খ্রিঃ