তুমি আছো আমার হৃদয় নিকেতনে
মিশে আছো মনে প্রাণে, হৃদয়ের গহীনে;
হৃদয় নিকেতনের দুয়ারে খিল দিয়েছি
আমায় ছেড়ে তুমি পালাবে কিভাবে?


তুমি আমি একই পথে- স্বপ্নে-জাগরণে
চলেছি ছুটে পাহাড়-নদী, সমুদ্র সৈকতে,
তোমায় নিয়ে পাড়ি দিবো বিশাল জলরাশি
নীল জলের মহাসমুদ্র- জাহাজে চেপে;
দু'জনার মন হারিয়ে যাবে যেন শিহরিত
উত্তাল নীল জলের ঢেউ দেখে,
মহাসমুদ্র পাড়ি দেবো জাহাজে চেপে।


দিগন্ত বিস্তৃত আকাশ-সমুদ্রের নীল রঙে
তুমি আমি হয়ে যাবো যেন একাকার নীল
রঙের মন কাড়া সৌন্দর্যের ক্যানভাসে;
তোমার নীল রঙের শাড়ীর আঁচল উড়ে যাবে
যেন অস্থির সমুদ্রের দখিনা বাতাসে,
হারিয়ে যাবো যেন দু'জনে  নয়নাভিরাম সৌন্দর্যে
যেখানে নীলাকাশ আর সমুদ্র মিশেছে নীরবে।


রচনাকাল : ১১ মার্চ, ২০১৮ইং