বৃহস্পতিবার।। পড়ন্ত বিকেল বেলা।।
তড়িঘড়ি করে ছুটেছি শহরমুখী,
শহরের রেল স্টেশন থেকে বিকেল
পাঁচটায় আন্তঃনগর ট্রেনে তোমার
নিকেতনস্থিত নগরীতে যেতে।


রেল স্টেশনে যাওয়ার পূর্বে ছুটে
গেলাম ফুলের দোকানে;
সেখানকার ফুলের দোকান থেকে
ভালো দেখে কিনে নিলাম দু'টি গোলাপ।


যদিও তোমার বাসার অদূরে ফুটওভার
ব্রীজের পাশে ফুলের দোকান থেকে
কিনতে পারতাম কিন্তু তবু আমাদের
শহর থেকে কিনে নিলাম হৃদয়ের
অকৃত্রিম ভালবাসার পরশ মিশিয়ে।


তুমি জানো? ওই দু'টি গোলাপে ছিলো
আমার হৃদয় নিংড়ানো ভালোবাসার
অকৃপণ মিশ্রণ; আমার কাছে ওই দু'টি
গোলাপ চিরকাল দৃঢ় যুগল হৃদয়ের বন্ধন।


অবশেষে দু'টি গোলাপ তোমায় দিলাম;
অতঃপর ওই গোলাপ দু'টি অনাঙ্খিতভাবে
দু'জনার অজান্তে পেলো দেবতার চরণ,
গোলাপ দু'টি যেন যুগল হৃদয়ের গহীনে
অনন্তকালের সুদৃঢ় প্রীতিময় বন্ধন।


রচনাকাল : ২২ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিঃ