দ্বন্দ্ব অনেক ভিতর বাহির
দ্বন্দ্ব উপর নিচে,
দ্বন্দ্ব আছে কথায় কথায়
দ্বন্দ্ব নানান মতে!


দ্বন্দ্ব আছে তৈল মর্দনে
দ্বন্দ্ব কথার ঝাঁঝে,
দ্বন্দ্ব কথার তালে যেন
দ্বন্দ্ব বাবু নাচে!


দ্বন্দ্ব আছে মায়ে-ঝিয়ে
দ্বন্দ্ব বাপে পুতে,
দ্বন্দ্ব আছে জামাই বৌয়ে
দ্বন্দ্ব দিবস রাতে!


দ্বন্দ্ব আছে দেশে দেশে
দ্বন্দ্ব রাষ্ট্র জন রোষে,
দ্বন্দ্ব আছে মন্ত্রী আমলায়
দ্বন্দ্ব দেশের সীমানায়!


দ্বন্দ্ব যখন রাজায় রাজায়
দ্বন্দ্ব চলে প্রজায় প্রজায়,
দ্বন্দ্ব আছে মানুষে মানুষে
দ্বন্দ্ব সংখ্যালঘু আর গরিষ্টে!


রচনাকাল : ২রা জুলাই, ২০২২ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়নগঞ্জ