এই বরষার বিকেলে
বৃষ্টি ঝরে অঝোরে,
দোলে কদম দোলে;
দোলে দখিনা বাতাসে!


আরো দোলে মলয়
যেন এলো ঘূর্ণিপ্রলয়,
নদীর দু'কূল ছাপিয়ে
বাদল এলো ঝাপিয়ে!


আঁধার এলো নেমে-
অসময়ে পৃথিবীর বুকে,
আলো আঁধারের খেলা
গগণ জুড়ে এ শ্রাবণে!


গ্রাম্য কিশোর খেলে-
এ বর্ষায় কাদামাটি জলে,
যাপিত জীবন কাটে-
তাদের আনন্দ হরষে!


শহুরে জীবন এ বরষায়
অতিষ্ঠ যেন শ্রাবণধারায়,
বিষম কাদাময় রাজপথে
যাপিত জীবন এ বরষায়।


রচনাকাল : ০২/১০/২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ