হে নন্দিতা হৃদয় হারিণী,
বেদনার কালো মেঘ যেন ভীড় করেছে-
অামার হৃদয় নীলিমায়;
অামার হৃদয় মাঝে বয়ে চলেছে-
বেদনার খোয়াই;
অামি তো অাজ  ভাসি প্রেমের বেদনার
বরষায়- দুখের শ্রাবণধারায়।


অামার হৃদয়ে প্রেমের অাগমনে জীবন হয়েছিল-
ফাগুনের মতন অতিমধুর,
তোমার কাছ থেকে পেয়েছিলাম কত ভালোবাসা
অার দেখেছিলাম কত স্বপ্ন-অাশা;
অবশেষে পেয়েছি বিরহ অনল অার
পেয়েছি বেদনার অশ্রুজল।


অাজ জীবন হয়েছে অতিবেদনা বিধুর,
হারিয়ে গেছে অানন্দ হাসি,
হারিয়ে গেছে প্রেমের সুমধুর সুর;
অাজ তুমি হৃদয়ের সীমানা থেকে দূর বহু দূর।


হৃদয় মাঝে দুঃখ বেঁধেছে নিকেতন
অার সুখ হয়েছে কেবল মরীচিকা,
অাজ হৃদয় মাঝে বয়ে চলে যেন দুখের খোয়াইধারা,
হৃদয় মাঝে অঝোরে বর্ষণ যেন বেদনার বরষা।


হৃদয় মাঝে প্রেম ছিল কতনা মধুর!
সেই প্রেম অাজ হয়ে গেল অতিবেদনা বিধুর;
অাজ তুমি হৃদয়ের সীমানা থেকে দূর বহু দূর।


রচনাকাল : ২৫.০৫.২০১২ইং