হাজার রাতের অন্ধকার দূরে ঠেলে
জেগে উঠো হে তরুণ সারথি,
দূর করো দেহের তন্দ্রা-জড়তা
জেগে উঠো হয়ে ভোরের রবি।


জাগো হে সারথি-
শুধু তোমার অপেক্ষায় অনাগত দিনগুলি
যেখানে তোমার পরশে খুলবে রুদ্ধদ্বার,
তোমার পদচারণায় তোমার দীপ্তময় আহ্বানে
জেগে উঠবে অচেতন সারথির গণজোয়ার।


জাগো হে সারথি-
যেখানে আছে শত-সহস্র বাঁধা হিমালয়সম
ঐক্যের বাঁধনে সেখানে সব-বাঁধা টুটাবো,
আঁধারের রাতে মোরা হবো অালোরযাত্রী
মোরা দৃঢ় প্রত্যয়ী তরুণ সারথি।


একদিন গাইব মোরা বিজয়ের গান
মোরা ধরবো সমাজ উত্তরণের হাল,
সেদিন থাকবেনা সমাজে কোন অন্ধকার
দিকে দিকে জ্বলবে আলোর মশাল;
জাগো হে সারথি-
ধরো, সমাজ উত্তরণের হাল।


রচনাকাল : ২২ শে মার্চ, ২০১৮ইং