তুমি ত্রিভূবন বিজয়ী জগৎ মাতা
তুমি দুর্গতি নাশিনী মা দূর্গা,
তোমার অাগমনী বারতায় শারদ প্রাতে
অাকাশ জুড়ে ভেসে বেড়ায়
অানন্দধারায় শুভ্র মেঘমালা;
নদীর তীরে কাশবনে বয়েশুভ্র হাসির বন্যা,
তুমি জগৎ মাতা হে দেবী দূর্গা।


মন্দিরে ধূপের গন্ধে, ফুলের গন্ধে মন হয় অবনত-
কণ্ঠে ধ্বনিত হয় তোমার প্রতি সুমধুর
অঞ্জলির মন্ত্র; তোমার অাগমনে ঊর্মিধারায়
বেজে উঠে নদীর বুকে মধুময় কলকল ছন্দ;
তোমারী অাগমনে প্রাণোচ্ছল হাসিতে
ফুটেছে সরোবরে যতসব রাঙা পদ্ম।


হে দেবী দূর্গা- তোমার অাগমনী বারতা
শুনে ভয়ে কাঁপে যেন-
এ ধরা মাঝে মানবরুপী অসুরের দল,
ওরা, শান্তিময় পৃথিবীতে ছড়িয়েছে
অশান্তির বিষবাষ্প অার দাবানল।


মাগো, ধারণ করো ভয়ঙ্কর সেই রুদ্রমূর্তি-
হাতে নাও খড়গ-ত্রিশূল,
তুমি যে মা রণচণ্ডী, তুমি মহাকালী;
অসুর নিধনে কেঁপে উঠুক অসুরের ধরণী!
পৃথিবী মাঝে শান্তির বারতায় ধ্বনিত হোক
তোমার জয়ধ্বনি, তুমি ত্রিভূবন বিজয়ী।


রচনাকাল : ২৫ সেপ্টেম্বর, ২০১৭ খ্রিঃ