হৃদয় মাঝে বেঁধেছি প্রভু তোমার
প্রেমের নিকেতন,
তোমার প্রেমে বিভোর হয়ে উড়াবো
বিজয় কেতন;
তোমার নামে বলহীন বাহু মাঝে-
শক্তি করে সঞ্চার,
তোমার আপন আলোয় আলোকিত
হাজার রাতের আঁধিয়ার।


হে স্বামী, জগৎপতি, তুমি পরিত্রাণদাতা,
সত্য-ন্যায় আর সুশাসনের তুমি ধ্রুবতারা;
তোমার স্বমহিমায় উদ্ভাসিত ভারতবর্ষ,
উদ্ভাসিত সরস্বতী গঙ্গা সিন্ধুধারা।


তোমার নামের মহিমায় ভক্ত হৃদয়ে
আছে যত পাপ, ক্ষয় হয় অবিরাম;
শত শত যুগ ধরে ভক্ত হৃদয়ে উচ্চারিত হয়-
জয়, জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম;
ত্রিলোক ব্যাপি ধ্বনিত হয় জয় শ্রীরাম।


রচনাকাল: ১লা মে, ২০১৭