আমি কালা জগৎ কালা
       সূরুজ যদি যায় নিভিয়া,
দেখবে ক্যামনে এ ভূবন
        বলনা রে মন ভাবিয়া!


তুই তো করিস অবহেলা
         আমি যে কালা বলিয়া,
তোর তো কেশও কালা
       লাগে তবে ক্যামনে ভালা!


প্রানের দেবতা কৃষ্ণ কালা
        তবে ভজে কেন ত্রিভূবন?
আসমানের মেঘও কালা
      তবু কেন ভালবাসে শাওন?


তবে কেন রাধে কেন কাঁদে
       চিরদিনি কৃষ্ণ প্রেম বিরহে?
কৃষ্ণ সে তো বেজায় কালা
      কেন তবু কালা লাগে ভালা!


কালা বলে থাকিস বহু দূরে
       আবার পুড়িস প্রেম অনলে,
বুঝিস বুঝিস সবি বুঝিস
      ভাবিছ তুই একা দিনদুপুরে!


রচনাকাল: ২৩ শে আগস্ট, ২০২২খ্রিঃ
রচনাস্থান : কলাবাগান, বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ