আপনি মানুষ চিনবেন, মানুষ?
চারপাশে আছে অনেক মানুষ!
চেনা জানা কত মানুষ!
আপনি মানুষ চিনবেন, মানুষ?


আপনি মানুষ চিনবেন, মানুষ?
আপনার কত আত্মীয় স্বজন
আপনার কত যে বন্ধু বান্ধব!
বাস্তবে তারা কেউ কারো নয়!


আপনি মানুষ চিনবেন, মানুষ?
পতিত হোন নিজে মহাবিপদে;
দেখবেন, সামন্যটুকু খোঁজ-
কেউ নিবে না, কেউ নিবে না!


আপনি মানুষ চিনবেন, মানুষ?
দুঃসময়ে আপনায় লাঞ্ছিত করে
তারা নিজের মনের তুষ্টি লভে;
আপনি মানুষ চিনবেন, মানুষ?


রচনাকাল : ২৮ শে জুলাই, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : নিজবাড়ী