বেলাশেষে কোনো এক বিকালে-
অামি ছিলাম তোমার সাথে খোয়াই নদীর দক্ষিণ তীরে;
পথ চলতে চলতে এক সাথে-
কত কথা অগোছালো ভাবে মনের অাবেগে হয়েছিল দুজনার,
সূর্য তখন পশ্চিম অাকাশে-
গোধূলি শেষে ঘনিয়ে অাসে অাঁধার,
তবু কথা বলা হয়নি তো শেষ দুজনার।


অবশেষে দুজনার বাড়ী ফেরা-
অতঃপর, তুলসী তলায় তোমার সন্ধ্যা প্রদীপ দেয়া;
দূর হতে দেখেছিলাম তোমায়-
মনের গভীর অাবেশে,
যেন নিজেকে হারিয়ে তোমাতে।


অাজ অার সেই দিনগুলো নেই
সবি হারিয়ে গেছে বেদনার স্রোতে,
হারিয়ে গেছে যেন চিরদিনের জন্য বেদনার
মহাসমুদ্রের অথই জলে।


ফেলা অাসা দিনগুলো শুধুই বেদনাবিধুর স্মৃতি
ব্যথিত হৃদয় মাঝে যেন থর মরুভূমি,
মনের কথাগুলো শুধুই কথাই ছিল,
মিথ্যে ছিল তোমার ভালোবাসি শব্দটা
সবি ছিল কুহেলিকার ভীড়ে শুধুই ছলনা।


রচনাকাল: ৩০ শে ডিসেম্বর, ২০১৭ইং