এলোমেলো মন ছুটে চলে হয়ে উদাসি
তোমারি প্রেমে অামারি মন হলো বিবাগী,
ফাগুনে তুমি, বরষায় তুমি-
অামার প্রেমের কবিতার যতসব উপমা;
তুমি প্রেমের ফাগুন, তুমি প্রেমের উত্তাল বরষা।


তোমার চোখে দেখি মধুময় প্রেমের পৃথিবী
তোমার হাসি যেন জোছনাময় জোনাকির অালো,
অামার মন ক্ষণে-ক্ষণে করে এলোমেলো;
চলো দু'জনে হয়ে যায় গাঙচিল-
দু'জনে রবো পাশাপাশি নীলাকাশ জুড়ে
রূপকথার রাজ্যে যেন শুধু দু'জনে,
চারদিকে যেন সাদা মেঘের ভীড়।


তোমার প্রেমের পরশ যেন দূর্বাঘাসের কোমলতা
অামার মন কেড়েছে তোমার মনের সরলতা,
মন যে হারিয়ে যায় বার বার তোমার মনের ঠিকানায়,
যেখানে অাছে তোমার অামার হৃদয়
রাঙানো ভাল লাগার এক মুহুর্ত নীরতা;
তোমার প্রেমের পরশ যেন দূর্বাঘাসের কোমলতা।


রচনাকাল : ৩ জুলাই, ২০১৮ইং