আমি বিভ্রান্ত পথিকের মতো পথহারা
           আমার পথে পথে কণ্টক আর কণ্টক,
অনুভূতিগুলো আলেয়ার পিছে যে বাঁধা
    এ বুঝি সব বাঁধা হলো সাড়া, ভেবেছি শতক!


ভাবনার মাঝে সবি যেন রয়ে গেল
        রাত আসে, দিন যায় বছর যে ফুরালো,
তবু বাঁধা যে বাঁধাই রইল হলোনা শেষ
    আমাদের সদেচ্ছাই সমাধান হতো অবশেষ!


তোমার বক্ররেখার মতো ভাবনা গুলো
           ভাবিয়ে তোলে আমায় শত সহস্রবার,
আমার মনের রাজপথে তোমার বক্ররেখার
          ভাবনা গুলোর যানজট বাঁধে বার বার!


আমার অনুভূতি আর ইচ্ছেগুলো মরে
       তোমার বক্ররেখার ভাবনাগুলোর কাছে,
আমি আমার পথ হারিয়েছি তোমার-
         মনের গহীন বক্ররেখার পথের বাঁকে!


কত যে বুঝা আর বুঝানোর শত চেষ্টা
             বৃথাই গিয়েছে যেন মহাসমুদ্র জলে,
রয়েছি যে আলেয়ার পিছে পরে আমি অভাগা
     আমি যেন বিভ্রান্ত পথিকের মতো পথহারা!


রচনাকাল : ২৫ শে নভেম্বর ২০২১ খ্রিঃ
স্থান: বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ