আজ এলাম তোমার গৃহে বহুদিন পরে-
তোমার নিমন্ত্রণে, মুখরিত আনন্দ ক্ষণে;
আমি বিস্ময়ে দেখি তোমার দু’টি চোখে
যেন হৃদয়ের অব্যক্ত আনন্দধারা বয়ে যায় নীরবে;
তোমার দু’টি অধরে যেন আনন্দ-হাসিতে
ভালবাসার গোলাপ ফুটে,
হৃদয়ের অব্যক্ত আনন্দধারা বয়ে যায় নীরবে।


আমায় দেখে তুমি হয়ে গেলে অস্থির-চঞ্চল
যেন মনের জানালা দিয়ে বয়ে যায়-
উদাসী মৃদু শীতল দখিনা পবন,
আমায় যতনে তুমি ব্যস্ত হয়ে গেলে
যেন বরষার বয়ে চলা নদীর মতন;
আজ এলাম তোমার নিমন্ত্রণে, মুখরিত ক্ষণে,
চিরদিন রবে এইক্ষণ চির স্মরণে।


রচনাকাল : ৪ই অক্টোবর/২০১৫