চাই এমন একটি পৃথিবী-
যেখানে থাকবেনা কোন প্রতারণা,
থাকবেনা কোন ছলনা,
থাকবেনা মানুষের মাঝে অসুরের গুণাবলি;


চাই এমন একটি পৃথিবী-
যে পৃথিবীর মানুষ ধর্ম নিয়ে করবেনা হানাহানি,
গড়বেনা ত্রাসের রাজ্য,
সংখ্যালঘু কোন মা-বোনকে ভাববেনা-
তাদের গণিমতের মাল- তাদের ভোগ্য পণ্য;


চাই এমন একটি পৃথিবী-
যে পৃথিবীর নরপশুদের হাতে নৃশংস ভাবে
খুন হতে হবেনা কোন নিরীহ মানুষকে
প্রয়াত বিশ্বজিৎ এর মতো;


চাই এমন একটি পৃথিবী-
যেখানে মানুষের মাঝে থাকবেনা কোন বর্ণবাদ,
থাকবেনা মানুষে মানুষে কালো আর সাদার তফাদ;


চাই এমন একটি পৃথিবী-
যে পৃথিবীর মানুষের পিতামাতার
শেষ আশ্রয়স্থল হবেনা কখনো বৃদ্ধাশ্রম;


চাই এমন একটি পৃথিবী-
যে পৃথিবীর মানুষ দু‘বেলা ভাতের জন্য ঘুরবেনা
পথে-পথে, করবেনা ভিক্ষা;


চাই এমন একটি পৃথিবী-
যে পৃথিবীর মানুষ বাসস্থানের অভাবে
মৃত্যুবরণ করবেনা রোদ-বৃষ্টি-ঝড়ে;


চাই এমন একটি পৃথিবী-
যে পৃথিবীর মানুষের মাঝে রবে সম্প্রীতি,
ভ্রাতৃত্ববোধ, এগিয়ে যাবে সভ্যতার সভ্য জগতে;
যে বাণী আছে গীতা, বেদ-বেদান্তে।