তোকে দেখিনা কত দিন কত কাল,
সব কি ভুলে কি গেছিস তুই এত সহজে!
আজও যে নীরবে মনের মাঝে
বেজে উঠে সুর তোকে ঘিরে;
শুধু তোকেই মন খোঁজে ফিরে
হাজার মানুষের ভীড়ে, ক্ষণে-ক্ষণে।


কৃষ্ণচূড়ার শাখায় শাখায়
ফাগুনের ছোঁয়ায়-
রঙে-রঙে রঙিন রাঙা কৃষ্ণচূড়া,
তোর রাঙা অধরের হাসির প্রতিচ্ছবি
মনে দোলা দেয় আর দেয় যেন
সহসা বিরহ-ব্যথা;
ফাগুনের রঙে-রঙে রঙিন কৃষ্ণচূড়া।


তুই কি আরও থাকবি দূরে,
আসবিনা কভু হৃদয়ের নীড়ে!
তবে কেন বাঁধলি বাসা-
মেঘের মত হৃদয়ের আকাশ জুড়ে?


তবু মন খোঁজে ফিরে তোকে নীরব ক্ষণে
সহসা কোন এক ছলে, নীরবে-নীরবে;
থাক তুই পাষাণ হয়ে দূর বহু দূরে-
আমি আর ডাকব না তোকে কোন দিন
মুখের ভাষায়, ডাকব না কভু চোখের ইশারায়-
যদি কোন দিন দেখা হয় দূর থেকে দেখে যাবো
কভু আসবো না তোর দৃষ্টি সীমানায়,
মহাকাল শুধু থাকবে অবাক হয়ে ইতিহাসের পাতায়।


রচনাকাল : ৮ই সেপ্টেম্বর/২০১৫