আমি টোকাই শহরের রেল স্টেশনের
অদূরে ছোট্ট ছোট্ট ছাউনিতে গড়ে উঠা
বস্তিতে থাকি;
আমি টোকাই- হয়তো দেখতে মানুষের মত,
তবু মানুষ নয়- আমি টোকাই;
কেউ বলে আমায় ছিন্নমূল, আবার কেউ বলে পথশিশু।


মানুষের মত আমার নেই কোন অধিকার,
আমি শিক্ষাহীন, জরাজীর্ণ গৃহে থাকি,
রোগে-শোকে তিলে তিলে মরি;
আমি ঝরাপাতা- আমার আছে শুধু শূন্যতা।


সূর্যোদয়ের সাথে সাথে বের হয়ে পড়ি শহরের
বিভিন্ন রাস্তার মোড়ে কিংবা অলিগলিতে,
একখানা বস্তা পিঠে ঝুলিয়ে চলি কাগজ কুড়াতে-
শহরের এক গলি থেকে অন্য গলিতে।


আমার ক্ষুধা ঘুছে ডাস্টবিনে ফেলে দেয়া খাবার খেয়ে,
কখনো ভাল মন্দ খাবারের চিন্তা আসেনা মনের ভিতরে;
আমি জানি না ভাল খাবার কি?
আমি জানি না আমার অধিকার কি?


হে মানব জাতি,
আধুনিক সভ্যতার কর্ণধার-
সভ্যতার বিবর্তনে আমি আজো টোকাই;
আমি তোমাদের সম্মুখে নোংরা ছিন্নবস্ত্র গায়ে-
বস্তা কাঁধে ঝুলিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়াই,
আমি পথশিশু, আমি টোকাই।


আমি টোকাই, আমি পথশিশু-
আমার কাজ প্রতিদিন কাগজ কুড়ানো
আর মানুষের কাছ থেকে দু’-চার টাকা ভিক্ষা করা;
তাই দিয়ে চলে যায় আমার প্রতিদিনের চাহিদা,
বস্তা কাঁধে ঝুলিয়ে কুড়াতে কুড়াতে অনেক সময়
দেরি হয়ে যায় ফিরতে বস্তিতে,
তাই ঘুমিয়ে পড়ি রাস্তার কোন ফুটপাতে।