চল আজ দুজন হারিয়ে যায় মেঘের দেশে
বলব কথা ‍দুজন মেঘপরীদের সাথে;
সেখানে থাকবো দুজন, জানবে না তো কেউ;
তুমি আমি ভালবেসে হারিয়ে যাব সুখের আবেশে,
মেঘের দেশের নদীর জল হারাবে সুখে- খেলে মৃদু ঢেউ।


তুমি আমি ঘুরে বেড়াবো মেঘের ভেলায়
আনন্দে হারিয়ে যাব ‍সুনীল আকাশের নীল সীমানায়;
থাকবে কারো বাধা নিষেধ থাকবে না কোন নিয়ম
আমরা দুজন দুজনার কত যে প্রিয়জন।


মেঘের দেশে বানাবো দৃষ্টি নন্দন বাড়ী
সাজাব কল্পনার হাজার রংয়ে,
আলো দিবে দিনে দিবাকর রাতে দিবে চাঁদ,
রাতের বেলা চাঁদের আলোয় কাটিয়ে দেবো
চন্দ্রিমা অপূর্ব রাত।


সুনীল আকাশ ডাকবে আমাদের কত না ইশরায়-
মেঘের ভেলায় ভেসে যাব মেঘের দেশের অঙ্গিনায়;
ফুল কাননে ঘুরে বেড়াব, প্রজাপতি আমাদের দোসর,
হাজার দুখেও আমরা সুখী,
পাড়ি দেবো বেদনার মহাসাগর,
মেঘের দেশে ফুল কননে ঘুরে বেড়াব-
প্রজাপতি আমাদের দোসর।


রচনাকাল : ২৫শে আগষ্ট/২০১৫