অাকাশের মেঘগুলো কাছে অাসে
যেন সাদা ভেলায় ভেলায় ভেসে,
বিদ্যুৎ চমকায় নিভৃতে অভিসারে এসে,
হৃদয়ের জমানো কথা বিনিময় হয়-
যেন দু'জনার অপলক দৃষ্টিতে।


হে প্রিয়তমা,
তেমনিভাবে অামি তোমায় দেখে ছিলাম
নিরবে নিভৃতে, শীতের মধ্যাহ্নে;
দাঁড়িয়ে ছিলাম দু'জন পুরোনো শান বাঁধানো
পুকুর ঘাটের সিঁড়িতে;
সেইতো ছিল- তোমার কাছে অামার প্রথম অাসা,
অন্যরকম ছিল হৃদয়ের অনুভূতি,
যেন হৃদয়ের দুয়ার খোলে ধ্বনিত হয়েছিল-
তোমার প্রতি- ভালবাসি, ভালবাসি।


ভালবাসার রাজ্যের সীমান্তে যেন বাঁধার
চীনের মহাপ্রাচীর;
দুইজন যেন দুই মেরুতে-
একদিকে দিবস, অন্য দিকে যামিনী,
তবু মন অাকাশ কুসুম স্বপ্নে বিভোর,
স্বপ্নগুলো তোমার ছোঁয়ায় করে শুধু ভীড়,
ভালবাসার রাজ্যের সীমান্তে বাঁধার-
চীনের মহাপ্রাচীর।


তবু অবুঝ হৃদয়ের দর্পনে ভেসে উঠে তোমার
কাছে অাসার প্রথম মধুময় অনুভূতি,
সারাজীবন রবে হৃদয়ের মাঝে-
তুমি যে অামার ভালবাসার পৃথিবী।