পাতা ঝরা দিন শেষে-
ফাগুনের অাগমনে নবযৌবনের রূপ-লাবণ্যে
সেজে উঠে প্রকৃতি অার যতসব পুষ্পলতা-বিটপী;
সবুজ পত্রপল্লবে, পুষ্পে পুষ্পে প্রকৃতির বুকে
ফাগুনের অানন্দ অায়োজন,
বাঁধন হারা হৃদয়ের অাহ্বানে-
কোকিলের সুমধুর সুরে সুরে যেন প্রকৃতির অবগাহন।


বিশ্ব প্রকৃতি যেন ফাগুনের অানন্দ অায়োজনে
নেচে উঠে সুমধুর কুহু কুহু হৃদয় ছোঁয়া সংগীতে,
নদী ছুটে চলে কল কল কলতানে-
বিস্তৃত নীল জলরাশি পারাবার পানে।


ফাগুনের অানন্দধারা ছড়িয়ে পড়ে
পৃথিবীর এক মেরু থেকে অন্য মেরুতে,
পৃথিবীর প্রতিটি কোণে কোণে-
অানন্দ সংগীতে;
মানব হৃদয়ও যেন অাত্মহারা
ফাগুনের অানন্দ অায়োজনে,
ফাগুনের রূপ-লাবণ্যে মানব হৃদয় বাতুল যেন
তার প্রেমে, ফাগুনের নব রূপ-লাবণ্যে।


ফাগুনের দখিনা সমীরণে দোলে ফুল
অার ছড়ায় সুবাস,
হৃদয় যেন দোলে ফাগুনের মলয় সমীরণে,
বাতুল যেন হৃদয় ফাগুনের অরূপ লাবণ্যে,
এ ফাগুনে হৃদয় যেন অচেনা কোন রাজ্যে
নিরবে নিভৃতে করে বসবাস,
ফাগুনের এ অানন্দ অায়োজনে মুক্ত বিহঙ্গের মতো
হৃদয় যেন ছুটে চলে প্রেয়সীর কাছে,
হৃদয় অাজি বাতুল ফাগুনের অপরূপ লাবণ্যে,
ফাগুনের প্রেমে।


তারিখ: ০২, মার্চ/২০১৭ খ্রীঃ