জীবন নদীর দু'টি ধারা
রয়ে যায় চিরতরে,
জীবনের ধারা হাসি-কান্না
নদীর ধারা ভাঙ্গা-গড়া।


নদীর ধারা-
কখনো ভাঙ্গে অার কখনো গড়ে
নদীর এপার ওপার দু'টি কূল;
দুঃখ সুখের ভেলায় চড়ে চিরকাল
জীবনের ধারা রয়ে যায় জীবনে,
একটু প্রত্যাশা নিয়ে হৃদয় মাঝে।


নদীর ধারায় ভাঙ্গে অার গড়ে
দুঃখের বালুর চর,
ভাঙ্গা গড়ার মাঝে-
রয়ে যায় মানুষ চিরন্তর।


রচনাকাল : ৪ সেপ্টেম্বর, ২০০৫ইং