আমি তোমার পরশে মিশেছি
হারিয়েছি নিজেকে বারে বারে,
বৈশাখের বিকেলের শীতলতায়
আমি তো মরেছি ক্ষণে ক্ষণে..!


আমার প্রজাপতি মন-
কবে প্রেমে পড়েছে কখন?
সেতো জানি না,
সেতো জানি না!


সে কথা তো গোপন কথা
গোপন রয় সবার মাঝে,
সে কথা কি আদৌ প্রকাশ হয়
কোনো গোপন কথার ছলে!


তবু সে কথা রহস্য ঘেরা
মনের ভিতর তবু দাগ কাটে,
অবশেষে কোনো অগ্রহায়ণে
পরিপূর্ণতায় সবি যেন টুটে!


রচনাকাল : ৭ই জুলাই, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : কাজীপাড়া, মিরপুর