ভক্ত আজ গৃহ ছেড়ে এসেছে রাজপথে
বছর ঘুরে এসেছে আবার রথযাত্রা অশেষ
কৃপা আর পুণ্যতা নিয়ে,
এসেছে প্রভু জগতের নাথ এসেছে রথে চড়ে, এসেছে রাজপথে,
ভক্তের অতি নিকটে, এসেছে প্রভু রাজপথে;
ভক্তের মাঝে দিতে দর্শন,
প্রভু জগন্নাথ করেছে রাজপথে গমন।


জয় হে প্রভু জগন্নাথ,  তুমি যে ত্রিভূবনের নাথ,
তোমার মহিমায় সারাবিশ্ব উদ্ভাসিত আজ
তুমি জগতের নাথ;
কৃপাহীনে দাও যে তুমি কৃপা- এই তো অসীম মহিমা, তোমার করুণা ধারা।


জয় জগন্নাথ! জয় জগন্নাথ!! জয় জগন্নাথ!!!
এই ধ্বনিতে মুখরিত লোকারণ্য রাজপথ,
এসেছে সব ভক্ত মন্ডলী তোমার মহিমায়
দূর করে আছে যত নানা মত।


হে প্রভু জগন্নাথ, তোমার দর্শন পেতে ভক্তি শ্রদ্ধা ভরে অর্ঘ্য নিবেদনে এসেছে ভক্ত মন্ডলী;
তোমার অশেষ কৃপা লাভের জন্য তোমায় নিয়ে রাজপথে  ঘুরে রথের দাঁড়ি টানি,
তোমার কৃপা লাভে রাজপথে এসেছে ভক্ত মন্ডলী, ত্রিভূবন জুড়ে ধ্বনিত হোক তোমার জয়ধ্বনি।


রচনাকাল: ২৪, জুন, ২০১৭