আমি আজো রক্তগঙ্গায় ভাসি-
সেই তো ভেসে ছিলাম প্রত্যক্ষ সংগ্রাম দিবসে,
ভেসে ছিলাম অভিশপ্ত সাতচল্লিশে;
অতঃপর সব হারিয়ে হয়েছিলাম-
উদ্বাস্তু-ফেরারী;
আমি আজো রক্তগঙ্গায় ভাসি।


তৎপর, একাত্তরে জীবন বাজি রেখে
মাতৃভূমি করেছিলাম স্বাধীন-
কিন্তু আমি আজো পায়নি স্বাধীনতার স্বাদ;
আমি আজো শৃঙ্খলে আবদ্ধ, পরাধীন।


আমি দক্ষিণ বঙ্গের ভূমিপুত্র মুক্তিযোদ্ধা হিরেন্দ্র-
আজ বেদখলে আমার পৈতৃক ভিটেবাড়ী,
স্বাধীন বাংলায় কি পেলাম আমি!
আমি এ স্বাধীন বাংলায় আজো রক্তগঙ্গায় ভাসি।


রচনাকাল : ৭ই ডিসেম্বর, ২০১৭ইং