তোমার আগমনী বারতা
         দিয়েছিল আনন্দ দোলা,
শূণ্যতার মাঝে হৃদয়ে-
         হৃদয়ে দিয়েছিল পূর্ণতা।


তোমার বারতায় অতৃপ্ত
         বাসনা হলো যে তৃপ্ত,
রংধনুর সাত রঙে রাঙা
       হলো মনের যতসব স্বপ্ন!


দীর্ঘ নয় মাস পেরিয়ে-
      অবশেষে অপেক্ষার পরে;
তুমি এলে হে অতিথি,
    আমাদের এই ভূবন মাঝে।


তোমার আগমনে বাঁধভাঙা
  উচ্ছ্বাস যেন দিকে দিকে বয়ে;
আনন্দ উদ্দীপনা বিরাজিত
    ছিল শুধু যে তোমাকে ঘিরে!


হায়, অদৃষ্টের কি পরিহাস!
   অবশেষে তোমায় নিল কেড়ে!
হে বিধি কি ছিল আমার দোষ
  একি ছিল লেখা আমার ভাগ্যে!


দিবস নিশি ব্যথিত হৃদয়ের
    ক্রন্দনধ্বনি কে শুনিবে আর?
অদেখা মুখখানা চিরতরে
     অদেখাই রয়ে গেল আমার!


উৎসর্গ : সহপাঠী জান্নাতুল ফেরদৌসি লাকী'র সদ্য নবজাত মৃত পুত্রের স্মরণে


রচনাকাল : ৬ই জুন,  ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ