চাঁদের হাসিতে বান ডেকেছে
রাতের আঁধার হয়েছে দূর,
তোমার হাসির আলোকধারায়
হরষে প্লাবিত আমার হৃদয়ের সুনীল আকাশ,
তোমার হাসির আলোকধারা ছড়িয়েছে
আকাশ জুড়ে- যেন শেষ সীমানা অবধি,
দৃষ্টি সীমানা পেরিয়ে দূর বহু দূর।


বরষার আকাশের সব মেঘমালা
নিমিষে মিলিয়ে যায় যেন তোমার
হাসির আলোকধারার বানে,
তোমার হাসির বানে শশীসম ঢেউ লাগে
যেন শান বাঁধানো পুকুর ঘাটে;
সেখানেও তোমার হাসির আলোকধারা
ঢেউ খেলে- নীরবে, নিভৃতে, আপন খেয়ালে।


বরষার হলদে কদমফুল অধর রাঙা হাসিতে
বাদলধারায় ভিজে সবুজ পাতার আড়ালে,
মৃদু শীতল সমীরণে- সে যে দোলে আপন মনে;
তেমনি করে তুমি প্রিয়- বরষার বাদলধারায়
ভিজে যাও যেন হেসে, অব্যক্ত কথার ইশারাতে।


রচনাকাল : ৩রা জুলাই, ২০১৭ইং