পথ চলতে চলতে পথের বাঁকে
তুমি যে হারিয়ে গেলে নিরবে,
সেই পথে আজো তোমায় খুঁজি
তোমার দেখা তো আজো পাইনি।


তুমি কি আছো আমার মতো একাকী?
আজো তোমায় ভেবে ভেবে নীরবে
কেটে যায় কত জোছনাময় রাত্রি;
কত বরষা বয়ে যায় আমার চোখে
বেদনাবিধুর জলস্রোতে, বেদনার বানে।


জানিনা, আজ তুমি কোথায় আছো!
যেখানে আছো- ভালো থেকো;
অতীত স্মৃতি ভুলে, নতুন স্বপ্ন সাজিয়ে
নতুনভাবে তুমি বেঁচে থেকো;
তুমি আমায় ভুলে যেয়ো-
ভুলে যাওয়া ভোরের স্বপ্নের মতো!


রচনাকাল : ১১ই এপ্রিল, ২০১৮ ইং