আমি সুদৃঢ় ভালবাসা দেখেছি-
প্রিয়ার খোঁপায় গোলাপ গুছে দেয়ায়;
আমি সুদৃঢ় ভালবাসা দেখেছি-
ঘন সবুজ দুর্বা ঘাসে বসে ঝালমুড়ি খাওয়ায়;
আমি সুদৃঢ় ভালবাসা দেখেছি-
পার্কের বেঞ্চিতে বসে বাদাম খাওয়ায়;
আমি সুদৃঢ় ভালবাসা দেখেছি-
বটতলায় বসে ফুসকা আর চটপটি খাওয়ায়;
আমি সুদৃঢ় ভালবাসা দেখেছি-
পার্কের পাকা ব্লকে বসে কাশফুল দেখায়;
আমি সুদৃঢ় ভালবাসা দেখেছি-
সমুদ্র আর নদীর মোহনায়;
আমি সুদৃঢ় ভালবাসা দেখেছি-
রাতের আলো আঁধারের মাঝে;
আমি সুদৃঢ় ভালবাসা দেখেছি-
ভোরের হিমেল বাতাস আর ফুলের গন্ধে;
আমি সুদৃঢ় ভালবাসা দেখেছি-
পাশাপাশি বসে থাকা একজোড়া পাখির মাঝে!


রচনাকাল : ২০ শে এপ্রিল ২০২২ খ্রিঃ
স্থান: বিসিক, ফতুল্লা, নারায়নগঞ্জ