বসন্ত শেষে উড়নচণ্ডী দাবানলে ছাই হয়ে যাওয়া ভালোবাসায়
এঁকে দিলাম লম্বা একটা ফুলস্টপ!
একান্ত নিঃসঙ্গতাকে বুকে টেনে নিয়ে ক্ষয়ে যাওয়া স্থাপনার ভিতে
ঠুকে দিলাম ঘৃণিত বুটের শেষ আঘাত।
তথাকথিত ভালোবাসা ভাগ করে দিলাম সকাল,দুপুর,বিকেল এবং রাত্রিকে
বসন্তগুলো দান করে গেলাম নিষিদ্ধ পল্লীর শত শত বারবণিতাকে।


অতঃপর…
আমি নিভৃতে গেলে, আবার গড়বে ইতিহাস!
কুশীলব তুমি, আমার বদলে নতুন কোন আমি, নতুন পরিহাস!
ফাটল ধরা ক্রোধের আগুনে নতুন করে ছাই হয়ে যাবে আবার
নতুনত্বের চাঁদরে মোড়া আজন্মকালের আস্থাহীন পুরনো বিশ্বাস।


বারুদ তোমার তবু যদি রয়ে যায়, ঝরে যায় লালা নিশিদিন;
হিসাব কষো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা বিবেকের কাছে অথবা
খুঁজে নিও এই হান্ড্রেডস অফ মাইলস দূরের মানুষটিকে!
উত্তর পাবে আমার…
চেতনায়…
ঘৃণায়…
আর তোমার লেলিহান দাবানলে ছাই হয়ে যাওয়া টুকরো টুকরো
ইতিহাসে…
যবনিকা টানা আমার নত হয়ে যাওয়া কষ্টের
ফুলস্টপে।