পৃথিবীর জাল থেকে বিচ্ছিন্ন হয়েছি
রক্তে এখন নরম বাতাস
তোমার সুরের স্পন্দন আছড়ে পড়ছে জলশরীরে
শিখরের উষ্ণ ধোঁয়ায় উড়ছে মধ্যরাত।
পৃথিবীর আদিম অ্যাশট্রে থেকে তুমি উঠে এস
আমি নক্ষত্র পুঁতে রেখেছি কল্কের ভেতর
পিঙ্গল ধোঁয়ার ভেতর থেকে এসে তুমি টান দাও
আমাদের বন্ধুত্ব হোক অফুরন্ত গানের তরঙ্গে।