পাতার ভেতর হারিয়ে যাচ্ছে মানুষ।
বাতাসে পাতার পোষাক খুলে উড়ে যাচ্ছে পাখির দল।
ঝিঁঝিঁদের একটানা সুরতরঙগ মাদকতা  ছড়িয়ে
এক রহস্যাবৃত পৃথিবীর সম্মোহনে
পাতার ভেতর থেকে ছড়িয়ে পড়ছে আদিম অন্ধকার।
ছেঁড়া ফাটা গেঞ্জির ভেতর থেকে বেরিয়ে থাকা
আকাশ শরীরে ভেসে থাকা চাঁদ।
তারাদের মুক্ত প্রাঙ্গনে রুপোলি ঢেউ।
পাতার পর পাতা ঠেলে ছড়িয়ে পড়ছে
কোথাকার অজানা বাতাসে এখানের নিজস্ব সিম্ফনি।
নগ্ন শরীরে গলিয়ে নিয়েছি পাতার পোষাক।
আজ আমি পাতার
এখন শুধু পাতারই পৃথিবী।