নরম চাঁদরোদে পৃথিবীর কান্না শুনছি রোজ
একটু একটু বন্ধ্যত্বে জেগে উঠছে দিন।
একটা মৃত গ্রহের স্বপ্নে চমকে উঠছে আকাশ।
বন্ধু দরজা খোলো এবার
মাটির বুকে হাত  রেখে
একটা নতুন ভোরের জন্ম হোক।
মাটির ঔরসজাত সন্তানেরা ফিরুক।
তারপর আবার অরণ্যে
গাছের ছায়ায় ঘুমোক পৃথিবী।