বয়স থাকলে আরেকবার তোমার প্রেমে পড়তাম,
তোমার টানা চোখের কাজলের প্রেমে,
কপালের লাল টিপের প্রেমে কিংবা
রাঙানো তোমার ঐ ঠোঁটের প্রেমে।


যেখানে অধিকার জন্মাতে চেয়েও পারিনি কখনো।


বয়স থাকলে আরেকবার গভীর রাতে ভালবাসার ঝড় তুলতাম,
চুম্বনের রেখা একে দিতাম তোমার গালে,গলায়, ঠোঁটে।
তোমার বুকের স্পন্দনে স্পন্দনে প্রেম খুঁজতাম,


যে প্রেমের চাষ করতে গিয়ে আমি ব্যর্থ মালী।


বয়স থাকলে, এরকম এক রাতে মেসেঞ্জারের পাতা ভর্তি থাকত
ভালবাসার আঁকিবুঁকি।
দুরালাপনির দু প্রান্তে বয়ে যেত প্রেমের বর্ষণ।
বন্য চুম্বনে বেড়ে যেত শ্বাসপ্রশ্বাস,
দীর্ঘ কামনার তীর ঘেষে পড়ে থাকত আমাদের ভবিষ্যৎ।


যে ভবিষ্যৎ আজো পৃথিবী দেখেনি।।


#নীলকান্ত
২৯/০৯/২০ ইং HM.