একটা বৃত্তে আমি হেঁটে বেড়াই
একটা বৃত্তে ঘুমাই আমি ।
একটা বৃত্তে মাথা রাখি
একটা বৃত্তে পা ।
একটা বৃত্ত গাঢ় লাল , একটা বৃত্ত হলুদ
একটা বৃত্ত সাদা নীল আকাশ রঙের ।


স্বপ্ন গুলো বন্দি একটা বৃত্তে
আরেকটা বৃত্ত একটু মাতাল
চোখ বুঝলেই ছোটবেলার পাঠশালা পাঠশালা খেলা ।
একটা বৃত্তে আমার ভালবাসার নীলপদ্ম
একটা বৃত্ত প্রথম নারীর গোপন অশ্রূজল ।


একটা বৃত্ত সীমাবদ্ধতা আমার , আছে পাপ গুলো ও
তোমাকে ভালবাসার পাপ ।
একটা বৃত্তে সীমাহীন বোকামি
একটা বৃত্তে কালো ধোঁয়া হয়ে উঠে যাওয়া ওষ্ঠাগত জীবন ।


একটা বৃত্তে দেখা জোছনা জমিয়ে রেখেছি
একটা বৃত্তে নীলাকাশটুকু ,
একটা বৃত্তে ঝিকিমিকি তারা গুলো ।
একটা বৃত্তে চিকচিক করা রূপালি জলের মত স্মৃতিগুলো
একটা বৃত্তে ভালবাসার দেনা পাওনা ,
একটা বৃত্তে ঝিরিঝিরি বৃষ্টিতে গোঙানী ও নিঃশ্বাস গুলো ।


একটা বৃত্তে করুনা গুলো
একটা বৃত্তে তোমার ভূল বানানে
অযত্নে অবহেলায়  লিখা চিঠি গুলো ।
একটা বৃত্তে তোমার ভাল মানুষি গুলো
একটা বৃত্তে বিবেক ও বিসর্জিত চেতনা সমগ্র ।


একটা বৃত্তে জবজবে রক্ত , ৭১’রের সলিল সমাধি
একটা বৃত্তে বুলেটের খোসা গুলো ,
একটা বৃত্তে বসন্তের মালা সেই প্রিয় মতিহার ।