এই তো সেই মেয়ে!
যাকে প্রতিনিয়ত দেখা যায়  ঘরে, বাইরে, রাস্তায়, বাসে  -ট্রামে ছুটছে অবিরত পূর্ণ  উদ্যমতায়।
কখনো সে কন্যা হয়ে উঠে বাবার ছায়ার আদলে,
বেড়ে উঠা চঞ্চলা হরিণী পরম নির্ভরতায়।
কখনো সে বোন হয়ে উঠে ভাইয়ের স্নেহ মমতার
পরশে দারুণ সাহসীকতায়।
কখনো সে সহধর্মীনি, প্রিয় মানুষটির ভালোবাসায় বাড়িয়ে দেওয়া হাত ধরে মিশে যায় এক মোহনায়।
আবার কখনো সে জননী, হাজারো দুঃখ কষ্ট
আছে যত গ্লানি সব নিজের করে নিয়ে,
এই মানুষ জাতিকে পৌঁছে দেয় সফলতায়।
ধিক্কার সেই সব মানুষকে,
যারা নারীকে অবলা বলে গন্য করে।
ধিক্কার সেই সব মানুষকে,
যে ভাই, সন্তানের সামনে মা, বোনের ইজ্জত
লুন্ঠিত হতে দেখে উঠে না প্রতিবাদী কন্ঠ বেজে।
একজন নর হয় না পূর্ণ একজন নারী ছাড়া,
একজন নারীর পূর্ণতা তখনই,
যখন সে পায় একজন পুরুষের পূর্ণ পৃষ্ঠকতা।
সৃষ্টিকর্তার এ এক মহান মহীমা সৃষ্টি,
কৃতজ্ঞতায় সৃষ্টিকর্তার প্রতি যেনো মাথা নত করি।
আমরাই সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত তাই,
সবার আগে আমি একজন মানুষ,
এই হোক আমার পরিচয়।