ছোট্ট একটা নীড় ছিল
এক পৃথিবী ভালোবাসায় গড়া।
তুমি ছিলে  আমার আকাশ
বিন্দু বিন্দু নীল ছিটিয়ে হলো নীলাকাশ!
খুব সকালে ঘুম ভাঙাতে
কপালে দিয়ে আলতো চুম।
ক্লান্ত দুপুরে তুমি ছিলে
আমার চোখে দু টাকার ঘুম।


জোছনায় আকশের বুকে
রাত কেটেছে রঙিন স্বপ্ন বুনে।
একটা সময় তোমার সবকিছুতেই
ভীষণ রকম পাগলামি।
অফিস যেতে বূকে জড়িয়ে
ভেজা চুলের মিষ্টি গন্ধ নিয়ে।
আমি ও যেনো হই পাগলপারা
কখন হবে তোমার বাড়ি ফেরা?


ক্লান্ত তুমি ফিরলে তবে!
মাথা রেখে ঘামের বুকে।
আদর মাখা কন্ঠে, বলতে তুমি
ভেজা বুকে করছো কি?  
সোহাগ গলায় বলতাম আমি
ভালোবাসার গন্ধ নিচ্ছি!
বলতে, ভালোবাসার গন্ধ কেমন?
তাও জানো না তুমি?
ভালোবাসায় ঘামের গন্ধ এখন।


এখন তোমার অন্যরকম সকাল।
অলস দুপুর, অপেক্ষার বিকেল,
জোছনার রাত, আসেনা ফিরে দ্বারে
আকাশে নীলেরা আর করেনা খেলা।
এখন আকাশের বদলেছে রূপ
তোমার এখন সময় অসময়
কেটে যায় বেশ, আমায় ছাড়া?


আগের মতো ঝুম বৃষ্টির বিকেলে
ভেজা আর হয়না দুজনে।
নতুনের খোঁজে নতুনের মাঝেই
ছুটে চলেছো খুব?
এমনি করে পাচ্ছো কি তুমি সুখ?
নতুন চুলে অমন মিষ্টি গন্ধ পাও!
আমার মতন সে ও বুঝি
ভালোবাসায় ঘামের গন্ধ পাই?


জানি তুমি আগের মতন নেই।
আমার শুধু চাতক পাখির মতো
ক্লান্ত চোখে তোমার পথ চেয়ে
কাটে সারাবেলা।
কেন তবে এমন নীড় গড়া?
বারে বারে হাতড়ে বেড়ায়
স্মৃতির পাতায় আমি_
আমার বদলে যাওয়া দিনগুলি!