কখন যে তুই আমার ভিতরে
বাসা বেঁধেছিলি চুপটি করে
টেরই পেলাম না যে!


যখন বুঝতে পারলাম
সুখটা বুঝার আগেই,
চারপাশ থেকেই কালো থাবায়!
স্তব্ধ আমি! অন্ধকার গিলে খায়।


শুধু একটা শব্দ আমাকে
প্রতিনিয়ত আঘাত করে
তীরের মতো বিঁধে এই বুকে!
না, না, এটা হয়না, চাইনা, চাইনা!
আঁধার নেমে এলো যেনো দুচোখে।


দিনের আলোয় চলত কত প্রহসন!
নির্বাক আমি,পা ফেলেছি প্রলোভনে,
সয়ে সব যাতনা,শুধু প্রার্থনায় অবিরত
শুধু মনে মনে বলি একটু ছুঁয়ে তোকে
এই আমি আছি তো! ভয় কিসে?


নিরবে একাকী নির্ঘুম রাতে
বড় যত্নে আড়ালে আগলে রেখেছি,
খুব গোপনে তোকে লালন করেছি
অপলক চেয়ে আমি দেখেছি,
আমার স্বপ্নগুলো খেলা করছে
এক চিলতে বারান্দায়,
শেষ বিকেলের রোদ্দুরে।


এমন দিনে তুই এলি!
আমার সবটুকু যন্ত্রণাকে নিমেষেই
এক পৃথিবী সুখ করে দিলি।