জীবন থেকে সহস্র প্রহর কেটে গেছে। ছিল মুহূর্মুহু সুখানন্দ।
অজস্র বেদনাকে উড়িয়ে ছিলাম শুভ্র পালকের মতো।
স্বপ্নপূরীর নির্মল আকাশে নীল ঘুড়ি হাওয়ায় উড়তে উড়তে একে একে কত শত গল্প হয়েছিল!
আজ সব হৃদয়ের গহীনে অব্যক্ত মনের কথার ঝুলিতে জমানো।


আজ বহুদিন তোমার ভোরের শুভ বার্তা পাইনা।
উদাস এই সময়ে গল্প, কবিতারাও বড্ড বেশি স্তব্ধ।
দিন যাই আমার নিশ্চুপ, নির্ঘুম রাতগুলো  আজও অপেক্ষারত।


আজো মনে পড়ে ভোরের স্বপ্নে তোমার দেখা,
অলস, তপ্ত দুপুরের রোদে ও তোমার জন্য আমার প্রচন্ড হাহাকার!
তোমাকে একবার দেখব সেই আশায় শেষ বিকেলের নরম আলোয় বিষন্নতা ছেয়ে থাকে মন।
যদি দেখা না পাই তোমার !


অভিমানী মনটা আমার তবুও
তোমার আশায় স্বপ্ন বুনে,
আবার তুমি আসবে বলে!
ভোরের সোনালী রোদ ছুঁয়ে যাবে আমার অধর, লাজুক চিবুকে!
সেই সোনালী ভোরের অপেক্ষায়
আছি আমি প্রকৃতির বুকে কান পেতে।