জোর করে যেমন গুরুত্ব পাওয়া যায় না তেমনি খানিকটা গুরুত্ব পেলেও সেখানে কোনো আনন্দ থাকে না। গুরুত্ব মানুষের চাওয়ার উপর ডিপেন্ডেবল।


তোমাকে জানতে হবে, যে মানুষটিকে তুমি প্রচন্ড রকম ভালোবাসো, যার কণ্ঠের কথা শুনলে তোমার সমস্ত ক্লান্তিতা দূর হয়ে যায়। সেই মানুষটা আদৌ তোমাকে ভালোবাসে কিনা?


ভালোবাসা এখন টাইম পাসের রুপান্তর মাত্র। লাইলি মজনু, শিরি ফরহাদের যুগ অনেক আগেই চলে গেছে। কেউ যখন বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমার তখন হাসি পাই। কেউ যখন বলে তুমি ছাড়া আমি আর কাউকে ভাবি না, তখন আমার ফানি লাগে।


তুমি কি ভাবছো, যে মানুষটা তোমাকে বলে তোমাকে ছাড়া বাঁচবো না, সে সত্য বলে? অসম্ভব। সে তোমাকে ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারবে। দিব্যি সংসার সাজিয়ে গুছিয়ে কাটিয়ে দিতে পারবে একটা জীবন। সে অন্য একজন পুরুষ নিয়ে স্বপ্ন দেখবো একসময়। এটাই নিয়ম। এটাই সত্য।


গুরুত্ব কখনো চেয়ে পাওয়া যায় না। কারো থেকে গুরুত্ব ভিক্ষা চাওয়ার চেয়ে একা থাকায় শ্রেয়। নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া মানুষের মতো গর্দভ আর কেউ হতে পারেনা।



না বলা কিছু কথা -০৮
মো পারভেজ হুসেন