ভালবাসা, আজ তোমার জন্য
/একটা ভালোবাসার কবিতা লিখব।
/ছন্নছাড়া হোক, তবু সে শুধু...
/                   শুধু তোমার জন্য।
/যেটুকু যন্ত্রণা পেয়েছ,
/       আর আমি যেকটা
/           যন্ত্রণার কবিতা লিখেছি,
/আজকের মত ডায়েরিতে তোলা থাক।
/তোমার আমায় নিয়ে হতাশাগুলো
/আজ লাল নীল সবুজের আবেগে
/                         ভেসে যাক।
/আর তোমার দেওয়া ক্ষতগুলো
/আজ রঙিন জলে ঢেকে দিলাম,
/আজ সব কষ্ট ভুলে,
/                      তোমার জন্য...
/একটা ভালবাসার কবিতা লিখব।
/
/এস আজ একবার ভালোবেসে
/ঝগড়া, রাগ, অভীমান সব হোক,
/তুমি অভিমানে মুখ ফিরিয়ে রবে...
/আমি স্নান করিয়ে দেব তোমায়...
/                মুঠি ভরা লাল আবীরে,
/          তুমি অভিমানে অন্ধ হয়ে
/ঝাঁপিয়ে পড়বে বুকের ওপর।
/                   আবেগে ভেসে গিয়ে
/     ভালবাসা, এস আজ তোমায়...
/আজ তোমায় আগের মত
/               নতুন করে ভালবাসি।
/
/ভালবাসা,
/         ছন্দ হারাক তোমার মাঝে,
/শব্দেরা সমায়িত হোক হৃদয়জুড়ে,
/        বসন্ত নামুক এই অস্তরাগে,
/একটা কবিতা...
/                   শুধু তোমার তরে।