মৃত্যু হোক কিংবা জন্ম...
/কল্পনা ঘুরে বেড়ায় ছন্দে করে
/এক পাথর থেকে আর এক পাথরে।
/তুই কুয়াশা ব্যাকুল হোস না..
/তুই কুয়াশায় হাতড়ে বেড়াস না..
/আমি আছি, আমি থাকব,
/ঐ প্রস্তরে খচিত আমার নাম ।
/তুই নদী আজ দুকূল ভাঙিস কেন,
/ভাঙা গড়ায় শরীর হয়েছে লাল..
/ওটা না হয় আমার তরেই রাখ,
/মিছে কেন দুহাতে রক্ত মাখিস।
/আমি শুধু একটা পলক চাই..
/বাকিটুকু নিজের কাছেই রাখ।
/বেশী পাওয়ার অভ্যেস বড় খারাপ,
/সমাধি দেবে ছন্দ নদীর বুকে..
/তার চেয়ে বরং সিন্ধু কণায় খুশী,
/সেটাই আমার মস্ত পাওয়া হবে ।
/মধ্যরাতে নিশি পাখির ছবি
/বর্ষা মেখে নীল আকাশে আঁকি,
/ক্যানভাসে আজ জ্যোৎস্না মাখে তুলি
/অন্য কোন ছায়াপথে মিলে... ।
/তুলির টানে সোহাগ আঁকুক চোখে
/অন্য কোন ভোরের আলোর রঙে।
/সূর্য আজও একই ভাবে ওঠে
/আলতা পায়ে ওই সাগরের পারে ।
/বদলটা হোক.. নীরবতা আমার..
/মিথ্যেই শুধু ছন্দ করে বলি !
/আবেশ কেন চোখের পরে ভাসাই
/পাথর করে বোঝাই তোকে মিছে.. ।
/বালি দিয়ে প্রেমের গল্প আঁকা,
/সাগর হয়ে তোর চিহ্ন মুছে যা.. ।
/আমি, আজ এসেছি হঠাৎ,
/হয়তো কাল ও আসব আবার..
/তারপরে যে কবে হঠাৎ করে
/রাত ফুরোবে আমার..!
/শুধু.. এক পলকের তোকে
/যত্ন করে রাখা..
/আগুন পোড়াক তাকে
/শেষের স্রোতে ভেসে ।