শরীরটা পুড়ে ছাই হয়ে যাক
/আগুন তো ছাই পোড়াতে পারে না।
/হৃদয়ের কূল হারিয়েছে;
/অমিলের রাজত্বে কলঙ্কের ছোঁয়া,
/সূর্য হারাচ্ছে মেঘের আড়ালে।
/পথের ধুলো উড়ে আসছে মনে,
/মন না জানি কোথায় বাঁধা পড়েছে...
/ঢেউ এসে পা ভিজিয়ে যাক
/নাকে মুখে নোনা জল আর বালি।
/বৃষ্টি এসে আমায় ভিজিয়ে যাক।
/ক্ষতবিক্ষত শরীরে আগুন জ্বলুক...
/ছাই হয়ে তোমাতে বিলীন হতে চাই।