অযৌক্তিক শূণ্যতা

মাঝে মাঝেই
সুদীর্ঘ অপেক্ষায়
অসুস্হ হই
মাঝে মাঝে হই
ক্লান্ত অবশ্রান্ত!

মাথায় কেমন এক
ঔষধি গন্ধে,
ব্যথায় শুয়ে থাকি
কনিতে মুখ ঢেকে;
অক্সিজেন খুজিঁ অযথাই
নিঃশ্বাসে লাগে হাসফাঁস!

ধীরে ধীরে দম নিই
ধীরে ধীরে দম ছাড়ি
ভাবি,উড়ছে নীল শাড়ী..

বিনিদ্র রজনী বা
শান্ত নির্জলা দুপুরে
মানিপ্ল্যান্ট জড়ানো
বৃষ্টিস্নাত বারান্দায় তাকাই..

সেই বারান্দা দিয়েই
আমি বিশাল সমুদ্রে
তোমার নোঙ্গর দেখি..
জাহাজের সাথে যার
নেই কোনো বন্ধন!

সভ্যতার পাশাপাশি তাতে চলে
বিবেক বহির্ভূত শ্লোকের বয়ান!

অলীক স্বপ্নের ছোঁয়া
খোঁজা যেখানে বৃথা।
সেখানে সংখ্যাকে
ভাগ দিতে দিতে,
শূন্যের ঘরে কিছু
অবশিষ্ট থাকে না।

তাই মনে মনে
শূণ্যে ভাসারও আর কোনো
যৌক্তিকতা দেখিনা।।