অলীক স্বর্গ

ভালোবাসা হীনতাকে
আমুল ভুলে যেতে চাই,
চলে যেতে চাই
দূরে বহুদূরে...

যেখানে উজ্জ্বয়িনীপুরের কথা
একদম মনে রবে না।
ধর্মের কলও বাতাসে নড়বে না।

আকাঙ্খার আকাশে মেঘে ভাসা
অলীক স্বর্গের মানুষেরা
শুধু স্বর্গেই থাকে;
শূণ্যতার স্বাদ কেমন,
তাদের বুঝানো সম্ভব নয়।।