আমাকেই ভালোবাসি

তুমি চলে যাবার পর;
একটা সুতার জন্যেও
নির্ভরশীল সেই আমি;
সবরকম কাঙ্গালপনা থেকে
নিজেকে গুটাতে বাধ্য হলাম।

যখন তোমাকে হারালাম;
পায়ের নিচের মাটি
তখন সরে গেলো,
ভেবেছিলাম,হয়তো বাঁচব না।
তারপরও;
একদিন একদিন করে;
কেমন করে যেনো বেঁচে গেছি।

তোমার  ভালোবাসা না পেতে পেতে,
ভালোবাসার কাঙাল আমি..
কারনে অকারনে
পারিপার্শ্বিকতাকে ভালোবাসতে শিখেছি।
স্বনির্ভরশীলতার সুস্হতা বা
অসুস্হতায় ভুগে
পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়েছি।

মানুষ একা থাকতে পারেনা,
এই তত্ত্বে বড় হওয়া আমি
কালের বিবর্তনে মেনেছি;
তুমি ছাড়াও একা থাকা যায়;
তোমাকে ছাড়াও হয়তো
নিজেকে ভালোবাসা যায়!

তাই জীবনকে এখন
আলিংগন করে বলি,
আমি আমাকেই ভালোবাসি!